একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ের ফল প্রকাশ হয়েছে। রোববার (২৩ জুন) রাত ৮টার পর ভর্তির জন্য বানানো ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করে আন্তঃশিক্ষাবোর্ড।।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৮টার পরই ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। এরপর আবেদনের সময় দেওয়া মোবাইলেও ক্ষুদে বার্তার ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।
যেসব আবেদনকারী কাঙ্ক্ষিত কলেজ পায়নি তাদের কী হবে এমন প্রশ্নের জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রথম পর্যায়ে যারা কলেজ পায়নি তাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ আছে। প্রতি বছরের মতো এবারও আমরা দেখেছি অনেক আবেদনকারী শুধুমাত্র পাঁচটি কলেজ চয়েস দিয়েছে। দেখা গেছে আবেদনকারীর স্কোর, অর্ডার অব চয়েস ও তার র্যাংকিং আসেনি। এসব শিক্ষার্থীকেই পুনরায় আবেদন করতে হবে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ