মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১

গ্রীষ্মের ছুটি কমলো শিক্ষা প্রতিষ্ঠানে

প্রকাশনার সময়: ২০ জুন ২০২৪, ১৬:৫৩

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা থাকলেও বুধবার (২৬ জুন) থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোখুলে দেয়া হবে । তবে শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত।

শীত ও অতি গরমের কারণে এবার ১৫ দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা এবং নতুন কারিকুলামে চলতি বছরে ঘাটতি থাকার কারণে ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে শীতকালীন ছুটি কিছুটা বাড়তে পারে বলে আভাস দেয়া হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ