ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ জিলহজ ১৪৪৫

টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ১৯ জুন ২০২৪, ১৪:৪৯

মুক্তিযুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, অবৈধ নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাত, মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের অভিযোগে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরহাদ হোসেনের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৯ জুন) সকালেবিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি বজলুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সভাপতি এসএম মাহফুজুর রহমান মাসুদ, মির্জা রানা, সাংগঠনিক সম্পাদক রিপন তালুকদার, চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. মামুন কবির খান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরহাদ হোসেন একজন মানসিক বিকারগ্রস্ত, দাম্ভিক ও দুর্নীতি পরায়ন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপে লিপ্ত। অবিলম্বে ভিসির ফরহাদ হোসেনের পদত্যাগ দাবি করছি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ