ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

শাবিপ্রবি সমাজবিজ্ঞানের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আল আমীন

প্রকাশনার সময়: ১১ জুন ২০২৪, ১২:৫৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আল আমীন।

সোমবার (১০ জুন ) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।

এর আগে এক অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ৪(২) ধারা অনুযায়ী ও কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে অধ্যাপক ড. মো. আল আমীনকে আগামী তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।

জানা যায়, তিনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তানজিনা চৌধুরীর স্থলাভিষিক্ত হন।

নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ড. মো. আল আমীন বলেন, বিভাগকে সুন্দর ও শৃঙ্খলার সহিত পরিচালনা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এক্ষেত্রে সর্বোপরি সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আইন ও অর্ডিন্যান্সের প্রতি অবিচল থেকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ