প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে একত্রিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করে শিক্ষার্থীরা। হাইকোর্টের সরকারি চাকরিতে কোটা বহাল রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অবিলম্বেই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সকল কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন প্রায় শতাধিক শিক্ষার্থী।
এ সময় শিক্ষার্থীরা ‘সকল কোটা বাতিল হোক, যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক', 'কোটা নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'কোটার বিরুদ্ধে লড়াই হবে লড়াই চাই', ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পাশাপাশি ২০১৮ সালে কোটাব্যবস্থা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল, তারও পুনর্বহাল দাবি করেছেন তারা।
অবস্থান শেষে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিল না করা হলে আগামী মঙ্গলবার (১১ জুন) বৃহৎ পরিসরে আন্দোলন হবে বলেও হুঁশিয়ার দেন তারা।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ