জিএসটি গুচ্ছ ভর্তির প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাত্র ৮টি আসন ফাঁকা রয়েছে।
রোববার (৯ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে পবিপ্রবির জিএসটি গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক চিন্ময় বেপারী বিষয়টি নিশ্চিত করেন।
পবিপ্রবিতে জিএসটি গুচ্ছ ভর্তির আওতাধীন পাঁচটি অনুষদ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, আইন ও ভূমি প্রশাসন অনুষদ, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদ এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ। এই পাঁচটি অনুষদের সর্বমোট ৩৫০টি আসনের মধ্যে ৩৪২টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে।
জিএসটি গুচ্ছ ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক চিন্ময় বেপারী বলেন, জিএসটি গুচ্ছ ভর্তির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে শিক্ষার্থীরা জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবে। তাই শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে তাদের ভর্তি সম্পন্ন করেছে। তবে ভর্তিকৃত অনেক শিক্ষার্থী পবিপ্রবি থেকে চলে যাবে আবার অপেক্ষমান তালিকা থেকে নতুন অনেকেই ভর্তি হবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ