`ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরা সহনশীলতা' প্রতিপাদ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করে বাকৃবির পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং এগ্রোমেটিওরোলজি বিভাগ।
মঙ্গলবার (৫ জুন) বেলা ১১টায় র্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে লাইব্রেরির সামনের রাস্তা প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করা হয়। র্যালি শেষে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রঞ্জন দাস।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ক্যান্সারের মতো তাই দ্রুত এর চিকিৎসা করার প্রয়োজন। পরিবেশের বৈরিতার জন্য পরিবেশ নিজে দায়ী নয় বরং মানুষ নিজেরাই দায়ী। প্রতিবছর জলবায়ু পরিবর্তনের ফলে আকস্মিক বন্যায় নদী ভাঙন এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ফলে ৩৫.৬ ভাগ মানুষ পুষ্টিহীনতায় ভুগে। যেসকল জমিতে একটি ফসলের চাষ হয় সেগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়।
আলোচনা সভায় পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবদুল বাতেনের সভাপতিত্বে এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের লেকচারার শাহ্ তাসদিকা অয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, এগ্রোমেটিওরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আ.খ.ম গোলাম সারওয়ার।
এ ছাড়াও বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, রেজিস্ট্রার কৃষিবিদ মো. অলিউল্লাহ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদসহ ওই বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল বলেন, নিরীহ পরিবেশের উপর প্রতিনিয়ত অত্যাচার চালালে তা একসময় বৈরি রূপ ধারণ করে। প্রকৃতির এই বৈরি রুপই এখন আমরা দেখতে পারছি। এবছর বাংলাদেশ ও ভারতের তাপমাত্রা অতিতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে, দেশ দ্রুত মেরুকরণের দিকে ঝুঁকছে। এ ছাড়াও চট্টগ্রামের দিকে পাহাড় কেটে ফেলার ফলে আকস্মিক ভূমিধ্বসের ঘটনা ঘটছে। তাই পরিবেশের যত্ন নিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে আমাদের সচেতন হতে হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ