ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রের 

প্রকাশনার সময়: ০৫ জুন ২০২৪, ১৩:৫৮ | আপডেট: ০৫ জুন ২০২৪, ১৬:২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে মো. ইরফান (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ৮টার দিকে শহর থেকে ছেড়ে আসা ট্রেনটি নগরীর ২নং গেইট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইরফান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন। মোবাইলে কথা বলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, শহর থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়মুখী ট্রেনটি ২ নং গেইটের এখানে পৌঁছালে লাইনের উপরে থাকা ইরফান চাপা পড়ে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, নিহত হওয়া কলেজছাত্র মোবাইল কথা বলতে বলতে লাইনে উপরে চলে যান। এ সময় ট্রেন চলে আসায় সে আর সরে যেতে পারেনি। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে বলে জানান ওসি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ