শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের ছাত্রীর সঙ্গে প্রভোস্টের রুক্ষ আচরণের জেরে আত্মহত্যার চেষ্টা করেন রাজিয়া পারভীন পিংকি নামের এক শিক্ষার্থী। তিনি সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
সোমবার (৩ জুন) আনুমানিক রাত সাড়ে ৮টার নাগাদ শাবিপ্রবির বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ১০৭ নং কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান হলটির শিক্ষার্থীরা।
হলটির আবাসিক শিক্ষার্থী ও কর্মচারীদের সূত্রে জানা যায়, হলের ১০৭ নং কক্ষকে গণরুম করার উদ্দেশ্যে কক্ষটির শিক্ষার্থী পিংকিকে রুম ছাড়ার নির্দেশ দেন হল প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রাণী নাগ। তবু্ও মেয়েটি রুম না ছাড়লে তাকে হল অফিসে নিয়ে শাসানো হয় বলে অভিযোগ ওঠে। এতে জেদ করে মেয়েটি ৭টি ঘুমের ট্যাবলেট খেয়ে রুমের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন বলেন জানান হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে হলের নিরাপত্তাকর্মীরা রুমের দরজা ভেঙ্গে মেয়েটিকে উদ্ধার করে। এরপর মেয়েটিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।
মেয়েটির বিষয়ে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মিজানুর রহমান বলেন, সোমবার (৩ জুন) বিকালের দিকে হলের প্রভোস্ট ড. চন্দ্রানী নাগ আমাকে মোবাইল দিয়ে পিংকির বিষয়ে নালিশ দেন। সে নাকি প্রশাসনের সঙ্গে উচ্চস্বরে কথা বলেছে। কি বিষয়ে উচ্চস্বরে কথা বলেছে তা জানি না। এ বিষয়ে ছাত্র উপদেষ্টাকে নিয়ে আলোচনা করবো বলে প্রভোস্টকে জানিয়েছিলাম।
তিনি আরও বলেন, মেয়েটি এখন হাসপাতালে ভর্তি আছে। তাকে দেখতে হাসপাতালে এসেছি।
এদিকে বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. তাহমিনা ইসলাম বলেন, পিংকির বন্ধুরা আমাকে জানিয়েছে সে নাকি আত্মহত্যার চেষ্টা করছে। খবর পেয়ে আমি তৎক্ষনাৎ বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও প্রক্টরকে বিষয়টি জানায়। পরবর্তীতে রুমের দরজা ভেঙে তাকে ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাকে জানানো হয়।
এ বিষয়ে জানতে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগকে একাধিকবার মোবাইলে কল দিলেও তিনি কোন কল রিসিভ করেননি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, আত্মহত্যা চেষ্টাকারী মেয়েটিকে ডাক্তার তেমন কোন ঔষুধপত্র দেয় নাই। বলছে ঘুমালে ঠিক হয়ে যাবে। আজ সকালে তাকে মেডিকেল থেকে আনা হয়েছে।
তিনি আরও বলেন, মেয়েটির বিভাগীয় সূত্রে জানা গেছে তার মানসিক সমস্যা আছে। আর চিকিৎসকও বলেছে তাকে সাইকিয়াট্রি দেখাতে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ