ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বংশের ইতিহাস নিয়ে বই প্রকাশ করলেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থী

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ১৩:২৫ | আপডেট: ০৪ জুন ২০২৪, ১৩:৩০

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীর বই প্রকাশিত হয়েছে।

বশেমুরবিপ্রবি রসায়ন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম জসিমের দীর্ঘ এক বছরের প্রচেষ্টায় 'সিকদার বাড়ি পূর্বপুরুষ' বইটি রচনা করতে সক্ষম হয়েছেন। বইটির ধরন হলো উপন্যাস।

সিকদার বংশের ছয় পুরুষের আদি থেকে অন্ত পর্যন্ত বইটিতে উঠে এসেছে। প্রায় ২৫০ থেকে ৩০০ শত বছরের ইতিহাস বইটিতে জায়গা পেয়েছে। লোকমান প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে বইটির লেখক এস এস জসিম বলেন," দীর্ঘ এক বছর কঠোর পরিশ্রম করে সিকদার বাড়ির সবার সম্মতি নিয়েই বইটি বের করে ফেলেছি। বিভিন্ন দলিল, পর্চা , নবীন থেকে শুরু করে প্রবীণ সবাই আমাকে সহযোগিতা করেছে। সুতরাং বইটির পেছনে সিকদার বাড়ির প্রতিটি মানুষের অবদান আছে। সবার সহযোগিতা এবং আমার ধৈর্য্যশীল চেষ্টার কারণেই আজ বইটি লিখতে ও প্রকাশ করতে সক্ষম হয়েছি।"

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ