ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ইবিতে বিবস্ত্র করে র‍্যাগিং, তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রকাশনার সময়: ০২ জুন ২০২৪, ১৮:১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের গণরুমে নবীন শিক্ষার্থীকে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের অভিযোগে শাখা ছাত্রলীগের তিন কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে মর্মে আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এ ছাড়াও একই অভিযোগে আরো দুই কর্মীকে সতর্ক করা হয়।

তদন্ত কমিটির সুপারিশ ও ছাত্র শৃঙ্খলা কমিটির ১৩তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রোববার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাগর প্রামাণিক ও একই বিভাগের মো. উজ্জ্বল এবং শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মুদ্দাসসির খান। তারা সকলেই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ ছাড়াও অন্য দুইজন হলেন- অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ মাসুম ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মিসনো আল আসনাওয়ী। তারা সকলেই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি লালন শাহ হলের গণরুমে এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের অভিযোগ উঠে। ওইদিন রাত ১২টা থেকে ৮ ফেব্রুয়ারি ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত ওই শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়া হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ