রংপুরে ৩ জেলা সমন্বয়ে (চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর) বৃহত্তর রাজশাহী জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর আত্মপ্রকাশ হয়েছে। নতুন কমিটির সভাপতি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এর শিক্ষার্থী শাহনেওয়াজ আহম্মেদ পলক ও সাধারণ সম্পাদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী মো. নাহিদুজ্জামান নাহিদ মনোনীত হয়েছেন।
শুক্রবার (৩১ মে) রাতে ৩ জেলার উপদেষ্টাদের স্বাক্ষরে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটি তিন মাসের জন্য ঘোষণা করা হয়।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মুসান-নাবিন আহমেদ নাবিল (বেরোবি), সহ-সভাপতি মো. শিমুল আলী (বেরোবি), মাহমুদ কায়সার (বেরোবি), নুর নাজমুস সাকিব জিম (আরপিএমসি), তাসদিকুল ইসলাম বনি (আরপিএমসি), মো. কাওসার (বেরোবি), কুশল দে (আরপিএমসি), মনিরুল ইসলাম (বেরোবি), মো. কাওসার আলী (বেরোবি), মারুফা আক্তার তুলি (বেরোবি), প্রমোথ কুমার দাস (বেরোবি), মো. ওলিউল ইসলাম (বেরোবি)।
যুগ্ম সাধারণ সম্পাদক : মো. প্রিয়ানুল হক (বেরোবি), আতিক শাহরিয়ার (বেরোবি), আবু সুফিয়ান আল মামুন (বেরোবি), অনিক মাহমুদ (বেরোবি), মো. শাহজাহান আলী (বেরোবি), আব্দুল মালেক (বেরোবি), মো. ইউসুফ আলী (বেরোবি), তাসনিম হাসান রোকন (বেরোবি), মো. ওমর ফারুক (আরপিএমসি)।
সাংগঠনিক সম্পাদক: মো. নাইমুল ইসলাম নিরব (বেরোবি), মনিরুল ইসলাম (বেরোবি), সাফওয়ান রেজা (আরপিএমসি), মো. জুয়েল আহম্মেদ (বেরোবি), মাহিন আহমেদ (বেরোবি), মো. মনিরুল ইসলাম (বেরোবি), আবু তালহা (বেরোবি), শরীফ আহমেদ (বেরোবি), মো. ইকবাল হোসাইন (বেরোবি), মো. মাহমুদুল হাসান মাসুম (বেরোবি), নৌশিন আনজুম (বেরোবি)।
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রথমবারের মতো আপাতত ৩ জেলা নিয়ে রংপুরে আমরা এই সংগঠনটি আত্মপ্রকাশ করতে পারলাম। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি কলেজ ছাড়াও যতগুলো প্রতিষ্ঠানে বৃহত্তর রাজশাহীর শিক্ষার্থী থাকবে সবাইকে নিয়ে আমরা কাজ করবো। এই সংগঠনের মাধ্যমে কয়েক জেলার মানুষের সাথে একটা ভালো নেটওয়ার্কিং তৈরি করতে পারবো। পাশাপাশি শিক্ষার্থীদের মানোন্নয়ন ও আমাদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করবো।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ