গত একদশক ধরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এলাকার আশপাশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান করে আসছে `পাঠশালা একুশ' নামে একটি সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত সংগঠনটির প্রচেষ্ঠায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশু নিয়মিত পড়াশোনা সুযোগ পেয়ে থাকে।
শুক্রবার (৩১ মে) বিকেল ৪টায় পাঠশালা-২১ এর সহযোগিতায় অর্ধশত শিশুদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদীয় দ্যা এগ্রিকালচারাল ইকোনমিক্স (এইসি) ক্লাব।
অনুষ্ঠানে পাঠশালা একুশের সাধারণ সম্পাদক জাহিদ উল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দ্যা এগ্রিকালচারাল ইকোনোমিক্স ক্লাবের সভাপতি রাহাতুল জান্নাত ও পাঠশালা একুশের সভাপতি মণি রহমান।
শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য দ্যা এগ্রিকালচারাল ইকোনোমিক্স ক্লাবের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে পাঠশালা একুশ।
এসময় দ্যা এগ্রিকালচারাল ইকোনোমিক্স ক্লাবের সভাপতি রাহাতুল জান্নাত বলেন, ‘দি এগ্রিকালচারাল ইকোনমিক্স ক্লাব’ সবসময় শিক্ষা ও প্রগতির পক্ষে কাজ করে থাকে। আমাদের মূল কার্যক্রম একাডেমিক পড়াশোনাকে আরো প্রাণবন্ত করে শিক্ষার্থীদের মধ্যকার ভীতি কাটানো ও তাদের দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা। তারই ধারাবাহিকতায় আমরা একাডেমিকের বাহিরে এসে পাঠশালা একুশের কচি-কাঁচাদের শিক্ষাগ্রহণে উদ্বুদ্ধ করতে, শিক্ষাউপকরণের অপ্রতুলতা দূর করতে এই পদক্ষেপ নিয়েছি। আমরা ‘দি এগ্রিকালচারাল ইকোনোমিক্স ক্লাব’ চাই আজকের শিশুরা সহজলভ্য শিক্ষাউপকরণ পেয়ে পড়াশোনায় আরো আগ্রহী হোক এবং আনন্দময় পাঠদানে আলোকিত হোক।
অন্যদিকে, পাঠশালা একুশের সভাপতি মণি রহমান জানান, দ্যা এগ্রিকালচারাল ইকোনোমিক্স ক্লাবের সাথে যৌথভাবে শিক্ষা উপকরণ বিতরণ করার পাশাপাশি পাঠশালা একুশের শিক্ষার্থীদের অভিভাবকদের শিক্ষার প্রতি সচেতনতা বৃদ্ধি করতে অভিভাবক সমাবেশ করা হয়। যেখানে শিশুদের শিক্ষার প্রতি যত্নশীল হওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। এ ছাড়া পাঠশালা একুশের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অক্ষুণ্ণ রাখতে শিক্ষকদের আরো ভালোভাবে পাঠদান করানোর আহ্বান জানান।’
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দ্যা এগ্রিকালচারাল ইকোনোমিকস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং পাঠশালা ২১ এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের অন্যান্য সদস্যরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা এই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ