ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি অঙ্কন

প্রকাশনার সময়: ৩০ মে ২০২৪, ২০:১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের দেয়ালে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে গ্রাফিতি অঙ্কন করেছেন নির্ভয় ফাউন্ডেশনের সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ মে) সারা দেশে নির্ভয় ফাউন্ডেশনের পাশাপাশি একযোগে ‘রিনিয়েবল উইক অফ একশন’ পালন করছে বিভিন্ন যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

চেঞ্জ ইনিশিয়েটিভ এর সহযোগিতায় নির্ভয়ের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও বিনিয়োগ বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে সচেতন করতেই এই উদ্যোগ নিয়েছে। এ ছাড়াও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় একটি স্কুলে অধিবেশন পরিচালনা করেছে সংগঠনটি।

গ্রাফিতি অঙ্কনের ব্যাপারে নির্ভয়ের সদস্য মৃত্তিকা দাশ দুর্বা বলেন, ‘গ্রাফিতি একটি স্থায়ী চিত্রকর্ম হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতায় দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করতে সক্ষম হবে। অন্ততপক্ষে শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে জানার আগ্রহ তৈরি করতে পারলেই আমাদের এই আয়োজন সফল হবে।’

তরুণ জলবায়ু কর্মী ও নির্ভয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম জানান, ‘বর্তমান প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির রুপান্তর নিশ্চিত করতে না পারলে পৃথিবী আরও বেশি অনিরাপদ হয়ে উঠবে। জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার আমাদেরকে চরম হুমকির দিকে ঠেলে দিচ্ছে। দেশের তরুণ জলবায়ু কর্মীরা একত্রিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, যেন জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগ বৃদ্ধি পায়।’

উল্লেখ্য, নির্ভয় ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে জলবায়ু সুবিচারের দাবিতে বিশ্বের তরুণ জলবায়ু কর্মীদের সাথে তাল মিলিয়ে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে কাজ করে যাচ্ছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ