গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি(বিএমবি) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎস গায়নের বিরুদ্ধে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগ এনে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার(২৯ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে একটি মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বিবদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান হোসেন বলেন, মুসলমানরা রাসুল (সা.) কটূক্তি মানতে পারে না। এ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাসুল (সা.) কটুক্তির ঘটনা ঘটতেছে, আমরা মুসলিম রাষ্ট্রে এটা কখনও মেনে নেব না। আমরা সাবধান করে দিচ্ছি যারা পরবর্তীতে এ রকম পদক্ষেপ নিবে মুসলিম জাতি তাদের বিরুদ্ধে জেগে উঠবে এবং এ বিশ্বিবদ্যালয় থেকে উৎসকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
মানববন্ধনে সিইসি চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুসাব্বির হোসেন বলেন, আপনারা সবাই অবগত আছেন যে একজন শিক্ষার্থী আমাদের প্রিয় নবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন। এটাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবলে ভুল করবেন নাস্তিক ব্লগার যার নাম মুখে নিতে আমার ঘৃণা হয় আসাদ নুর ৪টার দিকে আমাদের গ্রুপে পোস্ট করে বলে উৎসের যদি কিছু হয় কেউ ছাড় পাবেন না। বশেমুরবিপ্রবির ঘটনা দেশের বাইরে থেকে সে এ কথা বলার সাহস পায় কেমনে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে, দেশের বাইরে থেকে উস্কানি দেয়ার মাধ্যমে দেশে একটি উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।
আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানায় এই ধরনের বাইরের কোনো এজেন্ডা বা সংস্থা আমাদের সম্প্রীতি এবং শৃঙ্খলা নষ্ট না করতে পারে এ ব্যাপারে সজাগ থাকবেন।
উল্লেখ, সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারের একটি গ্রুপে উৎস গায়ন মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি সংযুক্ত একটি ম্যাসেজ সেন্ট করেন। যা সে পরক্ষণেই গ্রুপ থেকে সরিয়ে ফেলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ