ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সিকৃবির নতুন সিন্ডিকেট সদস্য মেহেতাজুল ও আবু সাঈদ

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ২২:৫০ | আপডেট: ২৫ মে ২০২৪, ২৩:২৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য নির্বাচনে আওয়ামীপন্থীদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ (গশিপ) সমর্থিত অধ্যাপক ড. মো. আবু সাঈদ এবং বিএনপির সমর্থিত অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলাম নির্বাচিত হন।

শনিবার (২৫ মে ) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে ৪৬ তম একাডেমিক কাউন্সিলের সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলাম সর্বোচ্চ ৬৫ ভোট এবং ফিশারিজ টেকনোলজি ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগের প্রফেসর ড. মো. আবু সাঈদ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।

এসময় গশিপ সমর্থিত প্রার্থী অধ্যাপক ড. মো. আবু সাঈদ বলেন, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের দুর্বল নেতৃত্বের কারণে দুইজন প্রার্থীর পরিবর্তে পাঁচজন দাঁড়ায় তাদের মধ্যে থেকে আমি নির্বাচিত হয়। দুজন প্রার্থী থাকলে আমরাই নির্বাচনে জয়লাভ করতে পারতাম । বিশ্ববিদ্যালয়ের কল্যাণে শিক্ষকদের সাথে নিয়ে সর্বদা কাজ করে যাব। এজন্য সকল শিক্ষক-শিক্ষার্থীদের কাছে সহযোগিতা প্রত্যাশা করি।

দুর্বল নেতৃত্বের ব্যাপারে জানতে চাইলে গশিপের সভাপতি ড. মৃত্যুঞ্জয় কুন্ডু জানান, ‘ব্যক্তিগত বিদ্বেষের জের ধরে তিনি এই ধরণে কথা বলেছেন। আমাদের সংগঠনের মধ্যে নেতৃত্বের কোনো দুর্বলতা নেই।’

অন্যদিকে, সাদা দল সমর্থিত প্রার্থী অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলাম বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিশ্ববিদ্যালয়ের সেই সকল শিক্ষকদের যারা আমাকে এত বড় একটি দায়িত্বে যোগ্য বলে মনে করে নির্বাচিত করেছেন। আমি সর্বোচ্চ ৬৫ ভোট নিয়ে নির্বাচিত হই। এই দায়িত্ব পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সোসাইটি, একাডেমিক কার্যাবলি সহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অংশীদারিত্ব রেখে কাজ করতে চাই।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত শিক্ষকদের নিয়ে পরিচালিত সংগঠন কিন্তু বর্তমান নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে ঐক্যের মিল না থাকায় তারা নির্বাচনে দুইজন প্রার্থীর বদলে পাঁচজনকে মনোনয়ন করেন। এই সুযোগে আওয়ামী বামপন্থী সাদা দলের প্রার্থী নির্বাচনের জয় লাভ করেছে। এটা বঙ্গবন্ধুর আদর্শের এক অবমাননাকর ঘটনা।

৪৬ তম একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞার সভাপতিত্বে এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রেজিস্ট্রার মো. বদরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক বিভাগের চেয়ারম্যান, শাবিপ্রবির স্যোশাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গণি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ