গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি কার্যকর হবে ২৬ মে থেকে ২০ জুন পর্যন্ত। তবে অফিস ছুটি ১১ জুন থেকে শুরু হবে।
শুক্রবার (২৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এক অফিস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ২৬ মে থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, ২৬ মে থেকে ক্লাস পরীক্ষা বন্ধ হলেও অফিস খোলা থাকবে আগামী ১০ জুন পর্যন্ত। ১১ জুন থেকে ২০ জুন পর্যন্ত ১০ দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে এবং কোনো ধরনের পরিবর্তন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ