ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির সভাপতি সাকিব, সম্পাদক হামিম

প্রকাশনার সময়: ২৪ মে ২০২৪, ১৭:৪৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির ২১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের সাকিব মিয়া ও সাধারণ সম্পাদক ওশেনোগ্রাফি বিভাগের মো. হামিম চৌধুরী মনোনীত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

শুক্রবার (২৪ মে) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সৌরভ কুমার, যুগ্ম সম্পাদক মো. নূর সাইফুল্লাহ আবেগ, সহকারী সাধারণ সম্পাদক আল মোজাহিদ আবীর, সাংগঠনিক সম্পাদক ঋত্বিক তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক আসিফ রাইয়ান জীম, প্রোডাকশন সেক্রেটারি পূজা মিত্র (ওশেনোগ্রাফি), এসিস্ট্যান্ট প্রোডাকশন সেক্রেটারি জাকারিয়া তালুকদার অমিয়, কোষাধ্যক্ষ আবু সাঈদ নোমান, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হুমায়রা হিম, এসিস্ট্যান্ট মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আরাফাত ই আফতাব, স্ক্রিনিং অ্যান্ড ফেস্টিভ্যাল সেক্রেটারি হিসেবে মাহফুজুর রহমান আকাশ, এসিস্ট্যান্ট স্ক্রিনিং অ্যান্ড ফেস্টিভ্যাল সেক্রেটারি হিসেবে আলিফ আমিরাত ও মিরাজ মৃধা, ভিজ্যুয়াল আর্টস সেক্রেটারি নূর হোসাইন নয়ন, এসিস্ট্যান্ট ভিজ্যুয়াল অ্যান্ড আর্ট সেক্রেটারি এ.কে.এম তানভীর হাসান , ফিল্ম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি নেয়ামত উল্লাহ, এসিস্ট্যান্ট ফিল্ম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি সাদিয়া রহমান ও অফিস অ্যান্ড আর্কাইভ সেক্রেটারি রিপন ইসলাম মনোনীত হয়েছেন।

এ ছাড়া সিনিয়র কার্যকরী সদস্য ইমতিয়াজ হোসেন ও আরমান রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে তাইফা রহমান তাহিরা, মো. আল আমিন রুপম, সামিয়া সালেক প্রিয়ন্তী মনোনীত হন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ