ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

বাস কাউন্টার কর্মীদের হামলায় পবিপ্রবির ৫ শিক্ষার্থী আহত

প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১৬:২৯

পটুয়াখালীর পাগলার মোড়ে অবস্থিত সেভেন স্টার পরিবহনের টিকেট কাউন্টারের কর্মীদের হামলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পবিপ্রবির এক মেয়ে শিক্ষার্থী সেভেন স্টার পরিবহনে পটুয়াখালী টু খুলনা যাওয়ার টিকিট নেন। বাস সময় মতো না আসায় মেয়ে শিক্ষার্থীর সঙ্গে থাকা এক ছেলে শিক্ষার্থী বাস দেরি করে আসার কারণ জানতে চাইলে টিকিট কাউন্টারের কর্মীরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।

বাগবিতণ্ডার একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাসে বরিশালগামী শিক্ষার্থীরা পাগলার মোড়ে আসেন ও কাউন্টার থেকে ওই শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে কাউন্টারের কর্মীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। কাউন্টারের কর্মীরা লোহার পাইপ, লাঠি দিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। এতে এক শিক্ষার্থীর হাত ভেঙে যায়, একজন শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

হামলায় আহত এক শিক্ষার্থী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের বাসে বরিশাল যাচ্ছিলাম। কাউন্টারের লোকজন আমাদের এক শিক্ষার্থীকে আটকিয়ে রাখছে শুনে আমরা কয়েকজন ওই শিক্ষার্থীকে নিয়ে আসতে যাই। তখন কাউন্টারের লোকজন আমদের ওপর লোহার পাইপ, লাঠি, কাঠের টুকরো দিয়ে আক্রমণ চালায়। এতে আমাদের একজনের হাত ভেঙে যায়, একজনের মাথায় আঘাত লেগে ফেটে যায় আরও কয়েকজন গুরুতর আহত হয়। আমরা আহত শিক্ষার্থীদের নিয়ে ভার্সিটির বাসে চলে এলেও কাউন্টারের লোকজন বাসের মধ্যে উঠে হামলা চালিয়ে একজনের মাথা ফাটিয়েছে।

হামলার কথা স্বীকার করে পাগলার মোড়ের সেভেন স্টার পরিবহনের টিকিট কাউন্টারের ম্যানেজার বসির বলেন, বাস আসতে একটু দেরি করায় খুলনার এক যাত্রীর সঙ্গে থাকা এক ছেলে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তার কিছু সময় পরে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসে আমাদের কাউন্টারে হামলা চালায় ও আমাদের এক কর্মীকে আহত করে। আহত কর্মীকে দেখে কাউন্টারে থাকা অন্য কর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে পবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, আহত শিক্ষার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত না হতে নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।

নয়া শতাব্দী/এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ