ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ইবির সিন্ডিকেট সভায় বিরোধিতায় ভন্ডুল নিয়োগ

প্রকাশনার সময়: ২০ মে ২০২৪, ১১:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৬৬ তম সিন্ডিকেট সভায় সদস্যদের বিরোধিতার মুখে নিয়োগ ভন্ডুল হয়েছে।

রোববার (১৯ মে) বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্রে জানা যায়, মেগা প্রকল্পে অনিয়মের তদন্ত প্রতিবেদন ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনের শিক্ষা ছুটির বিষয়টি পূর্ব নির্ধারিত আলোচ্যসূচিতে থাকলেও চূড়ান্ত নিয়োগ ও প্রমোশন বোর্ড টেবিল এজেন্ডা হিসেবে আলোচনা করার কথা ছিল। তবে পূর্বের আলোচ্যসূচিতে না থাকায় নিয়োগ, প্রমোশন বোর্ডসহ অন্যান্য আলোচনা করার বিরোধিতা করেন সিন্ডিকেট সদস্যরা। এতে আলোচ্যসূচির বাইরের কোনো আলোচনা করা হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, সভা সম্পন্ন হয়েছে। পরে রেজুলেশন হলে বিষয়গুলো জানা যাবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ কোটি টাকার মেগাপ্রকল্পে সোয়া ৬ কোটি টাকা অনিয়মের অভিযোগের তদন্ত প্রতিবেদন খোলা হয়, এতে শাস্তির ধারা নির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় সিদ্ধান্ত নিতে পারেনি সিন্ডিকেট সদস্যরা। ফলে নির্ধারিত ধারা ও শাস্তির ধরণ উল্লেখ করতে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ছাড়াও দীর্ঘদিন ছুটিতে থাকা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনকে এক মাসের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। না করলে ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ