ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রকাশনার সময়: ১৭ মে ২০২৪, ২২:৪০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী শ্রীস্বপ্নীল মুখার্জির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এই কমিটির সদস্য হিসেবে আছেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহা. হাবিবুর রহমান এবং সদস্য-সচিব হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

প্রক্টরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদনের আলোকে সাময়িক বহিষ্কার করেছে। তদন্ত কমিটির রিপোর্টে অপরাধ প্রমাণিত হলে সিন্ডিকেট স্থায়ী বহিষ্কার কিংবা অন্য কোনো সিদ্ধান্ত নিবে।

তদন্তের বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে তদন্তের কাজ শুরু করব। সুষ্ঠু তদন্তের জন্য সব ধরণের প্রক্রিয়া গ্রহণ করা হবে। পরবর্তী তদন্তের রিপোর্ট অনুযায়ী সিন্ডিকেটে এ বিষয়ে সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত ১৫ মে ধর্ম অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে স্বপ্নীল মুখার্জীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কারণ দর্শানোর জবাব না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ