ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

চবির বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে অনিরুদ্ধ-মোস্তাফিজ

প্রকাশনার সময়: ১৭ মে ২০২৪, ২১:১৭ | আপডেট: ১৭ মে ২০২৪, ২১:৪৩
ছবি- বামে সভাপতি ডানে সম্পাদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠিত হয়েছে। এতে সভাপতি বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিরুদ্ধ রুদ্র ও সাধারণ সম্পাদক একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সোহাগ মনোনীত হয়েছেন।

সমিতির উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সমিতির নব-মনোনীত সভাপতি অনিরুদ্ধ রুদ্র বলেন, গত ১৫ তারিখ বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। চবির বুকে বৃহত্তর বরিশালের শিক্ষার্থীদের অভিন্ন স্বার্থ রক্ষা ও কল্যাণে ভ্রাতৃত্বময় একতায় সাংগঠনিক স্বচ্ছতার ধারা বহমান রেখে সবাইকে এগিয়ে নেওয়া আমার মূল লক্ষ্য।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ