ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

শেকৃবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সিরাজুদ্দৌলা ও ফরহাদ

প্রকাশনার সময়: ১৭ মে ২০২৪, ২০:২২

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রতিদিনের বাংলাদেশের সিরাজুদ্দৌলা আরাফাত সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর ফরহাদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) সমিতির কার্যালয়ে সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি নিজামুল হক। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম চৌধুরী ও আহমেদ শাহরিয়ার অনিক। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক আজকের পত্রিকার আরাফাত রহমান অভি ও দৈনিক দেশ রূপান্তরের মো. এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মানবকণ্ঠের মো. শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ দৈনিক প্রতিদিনের সংবাদের মো. আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক দৈনিক সমকালের কামরুল ইসলাম সজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাগোনিউজের তাসনিম আহমেদ তানিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ পোস্টের শেখ শোয়াইবুর রহমান, কর্মশালা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক চ্যানেল ২৪ এর তাহিরুল হাসান ফাহিম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বার্তা ২৪ এর সিফাতুল্লাহ আমিন ও কার্যনির্বাহী সদস্য দৈনিক যুগান্তরের ইমরান খান, দ্যা বাংলাদেশ টুডের কায়েস ইবনে জুবায়ের এবং দৈনিক খোলা কাগজের মো. ছিয়াদ খান।

শেকৃবিসাসের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ