যাত্রীবাহী বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের ঘটনায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১২ মে) সকাল ৮টার দিকে চৌগাছাগামী লোকাল বাসে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাসটিতে চুরামণকাটি থেকে মাসুদ নামের এক ছেলে উঠে ব্যবস্থাপনা বিভাগের ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ায়। এক পর্যায়ে তার গায়ে হাত দেয়। নিষেধ করার পরও মাসুদ হাত না সরালে ওই শিক্ষার্থীর আশপাশের যাত্রীরা মীমাংসার চেষ্টা করে। মীমাংসা না হওয়ায় পরবর্তীতে মাসুদের নামে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানান ওই শিক্ষার্থী। এ নিয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করার জন্য প্রশাসনিক ভবনে অবস্থান করলে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য প্রফেসর মো. আনোয়ার হোসেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। গত ২৪ ঘণ্টার মধ্যে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ