ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

বাকৃবিতে এপিএ খসড়া চূড়ান্তকরণে আলোচনা সভা

প্রকাশনার সময়: ১২ মে ২০২৪, ১৭:২১

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) খসড়া চূড়ান্ত করণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এপিএ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৪-২৫ অর্থ বছরের এপিএ চুক্তির খসড়ার চূড়ান্তকরণের লক্ষ্যে লক্ষ্যমাত্রা ও প্রক্ষেপণ নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এসময় আগামী ২০২৪-২৫ অর্থ বছরে বাকৃবিকে এপিএ র‌্যাংকিংয়ের প্রথমদিকে স্থান করে নেয়ার গুরুত্ব আরোপসহ পরবর্তী করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের এপিএ লক্ষ্যমাত্রার চূড়ান্ত রিপোর্ট ইউজিসিতে দাখিলের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অফিসকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।

এপিএ কমিটির সভাপতি ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ছাজেদা আখতারের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ, ট্রেজারার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল, পরিকল্পনা উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া। এছাড়াও সভায় আরও উপিস্থিতি ছিলেন জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতাধীন এনআইএস, ই-গর্ভন্যান্স, সিটিজেন চার্টার, জিআরএস, আরটিআই কর্মপরিকল্পনা বিষয়ক ৫টি কমিটির সভাপতি/ফোকাল পয়েন্টবৃন্দ এবং এপিএ কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ/শাখা/অফিস এর প্রতিনিধিগণ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ