প্রায় দুই বছর পর পূর্ণাঙ্গ রূপ পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি। শুক্রবার (১০ মে) দলটির কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে সেই বিজ্ঞপ্তিতে দুইটি পদে একই নেতার নাম দেখা গেছে। ১৯৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে রাকিবুল ইসলাম অভি নাম ও উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে রাকিবুল হাসান অভির নাম এসেছে। তবে দুইজনই একই ব্যক্তি বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে এটিকে টাইপিং মিস্টেক বলছেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
জানা যায়, ২০২২ সালের ৩১ জুলাই এক বছরের জন্য ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়। নবীন ছাত্রীকে নির্যাতনের অভিযোগে এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করায় ২৩ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব পালন করে আসছেন। এই কমিটির মেয়াদ শেষ হওয়ার ৯ মাস পর পূর্ণাঙ্গ রূপ পায় আরাফাত-জয় কমিটি। তবে এই কমিটিতে দুই পদে এক জনের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতা-কর্মীরা।
এবিষয়ে রাকিবুল হাসান অভি বলেন, আমি উপ-সাংস্কৃতিক পদে মনোনীত হয়েছি। অন্য পদের সাথে আমার নামের মিল থাকলেও আমি এমন কাউকে চিনি না। আর আমার নামের কোথাও ইসলাম নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহ-সভাপতি বলেন, ছাত্রলীগের কমিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় এরকম ভুল গ্রহণযোগ্য নয়। এতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করি।
শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি বলেন, এটা হয়তো অসাবধানতার কারণে হয়ে গেছে। আমরা এটা কথা বলে যাতে সেখানে যোগ্য কাউকে দেয়া যায় সেই ব্যবস্থা নিব।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, এটা নামের বানানে মিস্টেক হয়েছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের সাথে কথা বলে ঠিক করে দেব।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ