ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ ৫

প্রকাশনার সময়: ১২ মে ২০২৪, ১৩:২৪

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ২০২৪ এসএসসিতে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর (২০২৩) পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। এছাড়াও আগের বছরের তুলনায় এবার রাজশাহী বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তি শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

রোববার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। গতবার জিপিএ ৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী।

এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাস করেছে এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী। শতকরার হিসেবে ৮৯ দশমিক ৩ শতাংশ। তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ২১ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। গত ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ১২ মার্চ।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ