জিএসটি গুচ্ছভুক্ত ২৪ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটের ফল আগামীকাল রোববার (১২ মে) প্রকাশিত হবে বলে জানিয়েছে জিএসটি কর্তৃপক্ষ।
জিএসটি গুচ্ছ কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এর আগে 'এ' ও বি ইউনিটের ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশিত হয়েছে। সি ইউনিটের ফলাফল আগামী ১২ মে প্রকাশিত হবে।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ও গত ৩ মে (শুক্রবার) গুচ্ছের 'বি' ইউনিটের ও ১১ মে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ