ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিলিস্তিনের পক্ষে শাবিতে ছাত্রলীগের সমাবেশ

প্রকাশনার সময়: ০৬ মে ২০২৪, ১৮:৩৪

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও তাদের উপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্যে এ কর্মসূচি শুরু হয়।

পতাকা উত্তোলন শেষে ক্যাম্পাসের গোলচত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে মিলিত হয়।

এতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি খলিলুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিলেন। আমরা যেমন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের অধিকার আদায় করেছি তেমনি ফিলিস্তিনিরাও তাদের ভূখণ্ড রক্ষায় দীর্ঘ সংগ্রামে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ ও মনে করে ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ডের অধিকার রয়েছে ।

তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশ যদি ফিলিস্তিনের পাশে নাও থাকে তবুও বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে থাকবে।’

এসময় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ