বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রংপুর, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পতাকা উত্তোলন।
সোমবার (৬ মে) সকাল ১১ টার সময় ‘স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র চাই’ স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পথযাত্রা করেন।
এই পথযাত্রায় ছাত্রলীগের নেতাকর্মী ও দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পথযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেখ রাসেল মিডিয়া চত্বরে এসে পতাকা উত্তোলন করেন।
এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমের সঞ্চালনায় ছাত্রলীগের নেতা কর্মীরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেলাল মিয়া বলেন, স্বাধীনতা অর্জনের পূর্বে বাংলাদেশ ছিল দ্বিতীয় ফিলিস্তিন, বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ মুক্তির সাধ পেয়েছে কিন্তু ফিলিস্তিন আজও স্বাধীন হয়নি আমি চাই ফিলিস্তিন স্বাধীন হক, গনহত্যা বন্ধ হক।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বলেন, আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা জানাতে চাই, বিশ্বের সকল মানবতার জয় হোক, ফিলিস্তিনি মানুষের জয় হোক এবং সারবিশ্বে যুদ্ধ বিদ্রোহ বন্ধ হয়। সারা বিশ্বের শান্তির পরিবেশ তৈরি হোক এটাই আমাদের চাওয়া।
ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে একযোগে পতাকা উত্তোলনের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্রের মানুষের শান্তি কামনা করি। ফিলিস্তিনের মানুষের ওপর যে নির্মম অত্যাচার হচ্ছে, তা বন্ধ চাই। আমাদের এই কর্মসূচি নিছক কোনো কর্মসূচি নয়। আমরা সারা বিশ্বে যেন শান্তির বার্তা পৌঁছে দিতে পারি।
নয়া শতাব্দী/এনএইচ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ