ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর হস্তান্তর উপভোগে শাবিপ্রবি

প্রকাশনার সময়: ০৪ মে ২০২৪, ১৯:১৮

জাতীয় জাদুঘরের কাছে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর হস্তান্তর অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

শনিবার (০৪ মে) বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল রুমে লাইভে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, বিভিন্ন বিভাগের প্রধান, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, বিভিন্ন হলের প্রভোস্ট, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের প্রধান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিনসহ কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর আত্তীকরণ পরবর্তী লাইভ অনুষ্ঠান জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ