দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (মানবিক বিভাগ) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। রংপুর অঞ্চলের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরসহ ৬টি কেন্দ্রে ‘বি’ ইউনিটে মোট ১৩ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী আবেদন করে।
এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এরমধ্যে ‘বি’ ইউনিটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৬২, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ৫০০, দি মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ৫০০, সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ১ হাজার, রংপুর সরকারি কলেজে ১ হাজার ৫০০ এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ২ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মতিউর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন, প্রক্টর মো. শরিফুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিএসটি সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর ‘বি’ ইউনিটে মোট ৯৪ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেছে। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্যান্য সব তথ্য (https://gstadmission.ac.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ১০ মে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে ৪০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ