গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে (একাডেমিক ভবন-১) পরীক্ষায় অংশগ্রহণ করে অসদুপায় অবলম্বনের সময় তাকে বহিষ্কার করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক শাখা সূত্রে জানা যায়, ওই পরীক্ষার্থী তার এডমিট কার্ডের অপর পৃষ্ঠায় কালি ছাড়া কলমের নিব দিয়ে চাপ দিয়ে লেখে এনেছিলো। যাতে কলমের কালি বোঝা না গেলেও কী লেখা আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেখানে বিভিন্ন সাল, তারিখ ও অন্যান্য লেখা পাওয়া যায়। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত পরিদর্শকরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, আমরা জিএসটি ভর্তি পরীক্ষার নির্দেশনা মোতাবেক যেকোন প্রকার জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছি। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে হাবিপ্রবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রসঙ্গত, বি ইউনিটে ৪৭৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৮৯ জন উপস্থিত ছিলেন। এতে উপস্থিতির হার ৯৪.৭২ শতাংশ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ