ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬
নজরুল বিশ্ববিদ্যালয়

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ছাত্রলীগের যত আয়োজন

প্রকাশনার সময়: ০৩ মে ২০২৪, ১৯:৫০ | আপডেট: ০৩ মে ২০২৪, ১৯:৫৭

গত ২৭ এপ্রিল ও ৩ মে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের 'এ' ও 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। নজরুল বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্যতম একটি কেন্দ্র। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে নানান উদ্যোগ নিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন। এর মধ্যে 'এ' ও 'বি' উভয় ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের গাছের চারা উপহার, সুপেয় পানি ও হিট স্ট্রোক সংক্রান্ত লিফলেট বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

পরীক্ষার্থীদের কলম দেওয়া ছাড়াও দ্রুততম সময়ে ক্যাম্পাসে পৌঁছে দিতে ছাত্রলীগের পক্ষ থেকে ছিল 'জয় বাংলা বাইক সার্ভিস'। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, ঘড়িসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সংরক্ষণ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য দুটি পয়েন্টে ছিল ছাত্রলীগের শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্রও। ছাত্রলীগের এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম মুগ্ধ করেছে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের।

এবিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রিয়েল সরকার বলেন, ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবে ও শুভেচ্ছা জানাতে আমরা একাধিক উদ্যোগ গ্রহণ করেছি। বিগত সময়ে ভর্তি পরীক্ষায় নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে যেসব সেবা দেওয়া হয়েছে, এবার তার মধ্যে ব্যতিক্রমী উদ্যোগ ছিল গাছ বিতরণ, যা খুবই সাড়া ফেলেছে।

সভাপতি আল মাহমুদ কায়েস বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। ছাত্রলীগ সবসময় ছাত্রদের জন্যই কাজ করে। এরমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বৃক্ষরোপণ করেছি। এরই ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে আগত অভিভাবকদের মাঝে ফলদ বৃক্ষের চারা উপহার দিয়েছি। মূলত আমরা চেয়েছি তরুণদের পাশাপাশি অভিভাবকদেরকে বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ করতে। এ ছাড়াও আমাদের পক্ষ থেকে 'জয় বাংলা বাইক সার্ভিস' ছিল। পরীক্ষার্থীদেরকে কলমও উপহার দিয়েছি। হিট স্ট্রোক সচেতনতায় লিফলেট বিতরণ করেছি। তথ্য কেন্দ্রও ছিল। আগামীকেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ