গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) কেন্দ্রে শিক্ষার্থীদের সহযোগীতায় তাদের পাশে দাঁড়িয়েছে জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
শুক্রবার (৩মে) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বাহাদুর শাহ পার্কে ভ্রাম্যমাণ বুথ বসিয়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
এসময় তীব্র গরমে পরীক্ষার্থীদের ব্যাগ, বই খাতা, মোবাইল সহ অন্যান্য জিনিস রাখা ব্যবস্থা করা হয় সংগঠনটির পক্ষ থেকে। এ ছাড়াও পরীক্ষার্থীদের আসন খুঁজে পেতে সহয়তা করা এবং সুপেয় পানি বিতরণ করা হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি মো. শিমুল হোসেন বলেন, আমরা সকাল থেকেই ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কাজ করছি। শিক্ষার্থীদের প্রয়োজনে আমাদের সকল ধরনের সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। যারা প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহায়তা করছে আমরা তাদের ধন্যবাদ জানাই।
সাধারণ সম্পাদক মীর মুকিত বলেন, আমাদের সংগঠনটি সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করে আসছে। উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা, বার্ষিক শিক্ষা সফর, নবীন বরণ, ইফতার মাহফিল, চুয়াডাঙ্গা জেলার সকল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। সর্বোপরি বিভিন্ন সংকটে দেশ ও মানুষের পাশে দাঁড়ানো। এসব সেবামূলক কার্যক্রমে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবাইকে চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ