ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

চুয়েটের প্রধান ফটকে নামফলক বসবে কবে?

প্রকাশনার সময়: ০৩ মে ২০২৪, ১৭:০৯

আড়াই বছরেও শেষ হয়নি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রধান ফটকের নির্মাণ কাজ। ২০২১ সালের নভেম্বরে এই ফটকের নির্মাণ কাজ শুরু হয়। মূল কাঠামো নির্মাণ শেষ হলেও শেষ হয়নি ফটকের সংলগ্ন সড়কের কার্পেটিং এবং নামফলক বসানোর কাজ।

মূল ফটক না থাকায় নতুন আসা অনেকেই বিভ্রান্তিতে পড়েন। এ নিয়ে অনেকেই রীতিমতো সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় বর্ষের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী কাজী নাবিলা রাইসা বলেন, চুয়েটের নতুন গেইটটি খুবই সুন্দর। তবে এর নামফলক না থাকায় মাধুর্যতা হারিয়েছে। একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে চুয়েটের খ্যাতি থাকলেও বাইরে থেকে কেউ যদি গেইটে নামফলক না দেখতে পারে তবে গেইটের গুরুত্ব কমে যায়। নামফলকের কাজে তেমন অগ্রগতিও প্রতীয়মান হচ্ছে না। আশা করি দ্রুতই এর কাজ শেষ হবে।

এ বিষয়ে চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইন বলেন, ‘আসলে এই ফটকের নির্মাণ কাজের দায়িত্ব পুরোপুরি আমাদের দপ্তরের নয়। এতে অর্থায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। নির্মাণ নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর। তবে প্রধান ফটকের কাজ প্রায়ই শেষ শুধু নামফলকটি দেওয়া বাকি। নামফলক তৈরি করাও আছে। এখন প্রকৌশল দপ্তর ভালো জানবেন কেন তারা এখনো দেননি। তবে ডিজাইন বিষয়ক কিছু ঝামেলা থাকতে পারে।’

বাজেট ও ধীর কাজ সম্পর্কে তিনি বলেন, 'এখানে কোনো বাজেট স্বল্পতা নেই। আসলে একাধিক বিভাগের আওতায় কাজটি চলছে তাই সমন্বয়ের অভাবে কাজ ধীর হতে পারে। আবার পান্থপথ নির্মাণের কাজও চলছে। সব মিলিয়ে ধীর হতে পারে।'

অন্যদিকে, প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান,'বাজেটের অল্প সঙ্কট আছে, তাই নতুন ডিজিটাল লোগো এখনো করা যায়নি। কিন্তু শীঘ্রই তা হয়ে যাবে। কিছু পুরাতন লোগো আছে। তা যুক্ত করে দেওয়া হবে শীঘ্রই। তা ছাড়া মূল ফটকের সাথে সংশ্লিষ্ট কার্পেটিং সহ আরও কিছু কাজ বাকি আছে। শীঘ্রই সেগুলো সম্পূর্ণ করা হবে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আসলে ধীরগতিতে কাজ হয়েছে।'

তবে নামফলক কবে বসানো হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি তিনি।

উল্লেখ্য, চুয়েটের নতুন প্রধান ফটক নির্মাণ কাজের বাজেট ১ কোটি টাকা। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে আই. এস. ট্রেডিং।

নয়া শতাব্দী/এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ