ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিতির হার ৯৩.৭৩ শতাংশ

প্রকাশনার সময়: ০৩ মে ২০২৪, ১৬:২২ | আপডেট: ০৩ মে ২০২৪, ১৬:৩৩

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে 'বি' ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৯৩.৭৩ শতাংশ।

শুক্রবার (৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত শাবিপ্রবির মোট ৬টি ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে এ কেন্দ্রে ২৪০৯ জন আবেদনকারীর মধ্যে ২২৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অনুপস্থিত ছিল ১৫১ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে কোনো ধরনের জালিয়াতির ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, শনিবার (২৭ এপ্রিল) এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শাবিপ্রবি কেন্দ্রে ৮৯.৩৩ শতাংশ শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া ১০ মে সি' ইউনিটের (ব্যবসায় অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ