ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

১ যুগ পর শাবিপ্রবি শিকড়ের পুনর্মিলন, থাকছে নানা আয়োজন

প্রকাশনার সময়: ০১ মে ২০২৪, ২১:০২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন শিকড়। দীর্ঘ ১ যুগ পর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির ২য় পুনর্মিলনী। আগামী ২ ও ৩ মে দুই দিনব্যাপী আয়োজিত হবে এই অনুষ্ঠান।

বুধবার (১ মে) সন্ধ্যায় নয়া শতাব্দীকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী।

তিনি বলেন, অনুষ্ঠানের প্রথমদিন বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টায় সদস্যদের মাঝে সংগঠনটির প্রাক্তন ও বর্তমান সদস্যদের মাঝে সুভিনিয়র প্যাক ও টিশার্ট বিতরণ, দুপুর ১টায় কেক কাটা ও র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় মিলনায়তনে 'ভব সাগরের নাইয়া' পরিবেশন এবং সন্ধ্যায় সাড়ে ৬টায় সংগঠনটির অগ্রজদের স্মৃতিচারণ ও পরিবেশনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের ২য় দিন শুক্রবার (৩ মে) বেলা ১১টায় বাস্কেটবল মাঠে খেলাধুলার ইভেন্ট এবং বিকেল ৪টায় বিনোদনমূলক ইভেন্ট ও র‍্যাফেল ড্রয়ের আয়োজন করার কথা রয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলা গানের ব্যান্ড 'আভাস' সংগীত পরিবেশনা করবেন। এ ছাড়া ক্ল্যাসিক্যাল সংগীত পরিবেশন করবে বেঙ্গন ফাউন্ডেশন ও নগরনাট।

প্রসঙ্গত, সংগঠনটির এই অনুষ্ঠান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজিয়েছে নানা রঙ্গে। গোল চত্বর থেকে শুরু করে কেন্দ্রীয় মিলনায়তন পর্যন্ত সড়ককে সাজিয়েছে নানা রূপে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ