কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের পদত্যাগের দাবিতে শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীরা একাত্মা প্রকাশের পরই হলে অস্ত্র ঢুকছে এমন অভিযোগ এনে জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল সিলগালা করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) ৯৩ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের সাথে একমত নন শিক্ষার্থীরা। তারা হলে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন।
এবিষয়ে রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত সরকার বলেন, ‘এটা সম্পূর্ণ শিক্ষকদের সমস্যা। আগে থেকে বাস বন্ধ করার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি শেষ নেই। এখন আবার হলগুলো বন্ধ করে দিয়ে ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। আমরা এখন চাকরির প্রস্তুতি নিতেছি। কিন্তু এখন যদি এভাবে বাসায় চলে যাই তাহলে ধারাবাহিক পড়াশোনার ব্যাঘাত ঘটবে।’
মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘শিক্ষার্থীরা কোনোভাবেই এসবের সাথে যুক্ত না। আমরা যারা কুবি শাখা ছাত্রলীগ, তারাও কোনোভাবে যুক্ত না। আমরা হলে থাকতে চাই। আমরা শিক্ষার্থীদের এই অসুবিধার সমাধান চাই।’
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম (আইসিটি) ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী পারভেজ মোশারফ বলেন, ‘হল বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। আমাদের পরীক্ষা আসছে। এই সময় হলে থাকাটা জরুরি। কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন চাই।’
প্রত্নতত্ত্ব বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী রুবিনা আক্তার বলেন, এতদিন পর্যন্ত আমাদের ক্লাস পরীক্ষা বাতিল হয়েছে, আমরা কিছু বলি নাই এ আশায়, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন হলো উল্টোটা। ক্লাস পরীক্ষার পরে এবার হলগুলো বন্ধের ঘোষণা দিলো। এ অবস্থায় আমরা অবশ্যই পুরো হলের মেয়েরা এর বিরুদ্ধে দাঁড়াবো।
অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন কে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়ার যায়নি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ