জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ফিচার, কলাম ও কন্টেন্ট লেখকদের সংগঠন ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্লাটফর্ম 'জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স' এর সামাজিক বিজ্ঞান অনুষদের কমিটি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে সংগঠনের সমন্বয়ক সুবর্ণ আসসাইফ ও ফয়সাল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃ-বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া সাবাহ্ এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আরিফা আক্তার।
এছাড়াও সিনিয়র সহসভাপতি হিসেবে আছেন সমাজবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের রুকাইয়া মাহজাবিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন,সমাজবিজ্ঞান বিভাগের ১৩ম ব্যাচের শাপলা খাতুন।কমিটির সহসভাপতি পদে আছেন সমাজবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শামিমা ফেরদৌসি বন্যা ও অর্থনীতি বিভাগের ১৩তম ব্যাচের মাহমুদুল হাসান তামিম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন ১৪ তম ব্যাচের সাঈমা আক্তার ও মারিয়া জান্নাত মিষ্টি।
সাংগঠনিক সম্পাদক পদে আছেন সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী রুকাইয়া মিজান মিমি, লোকপ্রশাসন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ইউছুব ওসমান এবং সমাজবিজ্ঞান বিভাগের একই ব্যাচের সিদরাতুল মুনতাহা।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের ১৫তম ব্যাচের শেখ শাহরিয়ার হোসেন, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক পদে একই ব্যাচের জান্নাতুল মাওয়া শশী। সাহিত্য বিষয়ক সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের ১৫তম রূপা আক্তার, প্রকাশনা সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের জাকিয়া বেগম ও সহ-প্রকাশনা সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের ১৫তম ব্যাচের মরিয়ম আক্তার রয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন সমাজকর্ম বিভাগের ১৫তম ব্যাচের মানসুরা চৌধুরী সাদিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই ব্যাচের বৃষ্টি আক্তার মাহমুদা ও মিতালি আক্তার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই ব্যাচের ফারজানা ইয়াসমিন জীবন ও সমাজবিজ্ঞান বিভাগের আল-মামুন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার, কলাম এবং কন্টেন্ট রাইটার্স প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সৃজনশীল লেখনীর বিকাশ ঘটাতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যেই সংগঠনটি একটি বিশাল পরিবারে পরিণত হয়েছে। নিয়মিত লেখালেখি, কর্মশালা, প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল লেখনীতে দক্ষ করে তুলছে। প্রতিদিনই জাতীয় পত্রিকা সহ বিভিন্ন সাহিত্য প্লাটফর্মে অসংখ্য লেখা প্রকাশিত হচ্ছে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ