জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে ওয়াটার এটিএম বুথ স্থাপন সম্পর্কিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম।
উপাচার্য সাদেকা হালিম হলের ছাত্রীদের সুপেয় পানির চাহিদা সম্পর্কে বিস্তর আলোচনা করেন। এসময় তিনি বলেন, ওয়াটার এটিএম বুথ স্থাপন করলে প্রায় ১৬০০ ছাত্রীর সুপেয় পানির চাহিদা মেটাবে, যা ঢাকা ওয়াসার সুনাম বৃদ্ধি পাবে।
উপাচার্য হলের পাশাপাশি মূল ক্যাম্পাসেও ওয়াটার এটিএম বুথ স্থাপনের অনুরোধ জানান। সভায় ঢাকা ওয়াসার প্রতিনিধি বুথ স্থাপন সম্পর্কিত সার্বিক প্রক্রিয়া ও শর্তসমূহ আলোকপাত করেন। জবি উপাচার্য এতে সম্মতি প্রকাশ করেন।
সভায় ঢাকা ওয়াসার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী, ডিডব্লিউএসএনআইপি এবং ওয়াটার এটিএম বুথ স্থাপনের কোর্ডিনেটর জনাব রামেশ্বর দাশ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী জনাব মো. জয়নাল আবেদিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের প্রতিনিধি এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউস টিউটর।
ওয়াটার এটিএম বুথ স্থাপন বিষয়ে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউস টিউটর এবং জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ