শিক্ষার্থীদের ৪৬তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পরিবহন সহায়তা দেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে ক্যাম্পাস থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য বাস চেয়ে পরিবহন প্রশাসক বরাবর সাধারণ শিক্ষার্থীদের আবেদন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দাবির প্রেক্ষিতে ৬টি বাসের ঘোষণা দেন উপাচার্য।
পরিবহন প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. মো. আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের কথা চিন্তা করে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর স্যার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বাসগুলো সকাল ৭.৩০ মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে এবং পরীক্ষা শেষে মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে দুপুর ১২.৪৫ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
প্রসঙ্গত, ২৬ এপ্রিল শুক্রবারে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করে যথাসময়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দেন। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ