ক্লাস সময়সীমা কমিয়ে আনার পর এবার তীব্র গরমে দুই দিন ক্লাস-পরীক্ষা বন্ধ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোহ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে বিরাজমান তাপপ্রবাহের কারণে আগামী বুধ ও রোববার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। তবে অফিস খোলা থাকবে।
বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ ও শনিবার জিএসটি গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় সব মিলিয়ে ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল মোট ৫ দিন বন্ধ পাচ্ছে যবিপ্রবির শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল তীব্র তাপদাহের কারণে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত এবং অফিস ২টা পর্যন্ত চলবে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ