ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
রোববার (২১ এপ্রিল) ভোরে ময়মনসিংহ শহরের ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দুই শিক্ষার্থী হলেন- লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের জাহিদ হাসান ও দর্শন বিভাগের ফরহাদ হোসেন ফাহিম।
জানা গেছে, ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে জখম করে এবং সাথে থাকা লাগেজ নিয়ে যায়। দুজনের লাগেজে আনুমানিক ত্রিশ হাজার টাকার জিনিসপত্র ছিল। এরপর আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় এবং পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে।
ভুক্তভোগী শিক্ষার্থী ফরহাদ হোসেন ফাহিম বলেন, ‘আমরা দুজনে রংপুর থেকে বাসে করে ময়মনসিংহে এসে নামলাম। এরপর ভোরে ব্রিজ মোড় থেকে রিকশায় চরপাড়ার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে দুজন ছিনতাইকারী এসে ছুরিকাঘাত করে এবং লাগেজ দুটি নিয়ে যায়। আনুমানিক ত্রিশ হাজার টাকা সমমূল্যের জিনিসপত্র ছিল সেখানে।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে ফেরার পথে আমাদের সাথে এই ঘটনা ঘটলো। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করি, তারা যেন স্থানীয় প্রশাসনের সঙ্গে এবিষয়ে আলোচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে।’
এবিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, আমি ঘটনাটি সম্পর্কে অবগত হওয়া মাত্রই এসপি ও কোতোয়ালি থানার ওসির সাথে কথা বলেছি। তারা দ্রুততম সময়ে একশন নেবেন বলে জানিয়েছেন। আশা করছি দ্রুততম সময়ে ছিনকারীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা যাবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ