ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

বাকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি সুবাস, সম্পাদক শফিকুল

প্রকাশনার সময়: ১৭ এপ্রিল ২০২৪, ২২:৪৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি-১৪৩১ বঙ্গাব্দ গঠিত হয়েছে। এত সভাপতি পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইক্রোবায়োলজ অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

বুধবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অনান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ পদে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল হক, যুগ্ম সম্পাদক পদে কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মাইক্রোবায়োলজ অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসনে, প্রচার সম্পাদক পদে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আইআইএফএস এর সহযোগী অধ্যাপক ড. রাখী চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক পদে হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের লেকচারার মোহাম্মদ মাহবুবুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: তৌহিদুল ইসলাম এবং মহিলা সম্পাদক পদে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহমুদা নাসরীন।

এ ছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. চয়ন গোস্বামী, আইএডিএসের অধ্যাপক ড. শাকিলা সালাম, ডেয়রি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম. মাসুম, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফজাল রহমান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের (এক্স অফিসিও) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ