ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

কেনিয়ায় হাল্ট প্রাইজের আন্তর্জাতিক পর্বে সিকৃবির টিম

প্রকাশনার সময়: ০৫ এপ্রিল ২০২৪, ১৯:৫৩

হাল্ট প্রাইজ নাইরোবি-২০২৪ প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বে জায়গা করে নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) টিম ' এগ্রি মার্কেটপ্লেস বিডি’। এগ্রি মার্কেটপ্লেস বিডি আগামী ৭-৯ জুন কেনিয়ার স্ট্রাথমোর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করবে।

সারা বিশ্বের ১০০'র অধিক দেশ থেকে প্রায় ১০ হাজারেরও বেশি টিম ওই প্রতিযোগিতায় অংশ নেয়। এরমধ্যে ৩৬০টি টিম আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষির মার্কেটকে অনলাইন ভিত্তিক আরো শক্তিশালী করার সুযোগ তৈরিতে এগ্রি মার্কেটপ্লেস প্রতিযোগিতার সুযোগ পেয়েছে।

হাল্ট প্রাইজ আন্তর্জাতিক পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী টিমের সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদের মোমিনুল হক সিফাত, উর্মি সিনহা, বায়োটেকনোলজি অনুষদের তাসনিম সায়েম, কৃষি প্রকৌশলী অনুষদের ধ্রুব সিদ্দিকী এবং নোমান আবদুল্লাহ।

এর আগে, ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে টিম এগ্রি মার্কেটপ্লেস বিডিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশে কৃষির মার্কেটকে অনলাইনভিত্তিক আরো শক্তিশালী করতে নতুন ধারণা হিসেবে এগ্রি মার্কেট প্লেসকে নির্বাচিত করা হয়।

আন্তর্জাতিক মঞ্চে জায়গা পেয়ে এগ্রি মার্কেটপ্লেস বিডি দলনেতা মোমিনুল হক বলেন, ‘আমরা খুবই আনন্দিত এরকম একটা আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায়। এগ্রি মার্কেটপ্লেস বিডি মূলত এমন একটা ডিজিটাল মার্কেট ব্যবস্থা যেখানে সকল কৃষক এবং ফার্ম এবং ভোক্তা একটি ফ্রেমে থাকবে। এতে কৃষক সরাসরি তাদের পণ্য বিক্রয় করতে পারবেন এবং ন্যায্য মুল্য পাবেন। অন্যদিকে সিন্ডিকেট বা মধ্যস্থাকারীদের প্রভাব কমবে এবং ভোক্তাও উপকৃত হবে।’

উল্লেখ্য, বিশ্বের ১২০ টি দেশ এবং বাংলাদেশের প্রায় ৮০ টি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যহত আছে। বিশ্বের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর একটি নির্দিষ্ট থিম এর উপর ভিত্তি করে ‘স্টার্ট আপ’ প্রতিযোগিতা পরিচালনা করে থাকে। তবে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে এবছর হাল্ট প্রাইজ ২০২৪ চ্যালেঞ্জে ‘আনলিমিটেড থিম’ এর উপর ভিত্তি করে এ প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে। এবছর সিকৃবিতে ৪র্থ বারের মতো এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে শিক্ষার্থীদের নোবেল খ্যাত এই প্রতিযোগিতার।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ