ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৪, ১৮:৫৬

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ক্লাস এবং ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১৬ এপ্রিল অফিস ও ১৭ এপ্রিল ক্লাস পরীক্ষা যথারীতি চলবে।

আবাসিক হল বন্ধের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকি বলেন, ঈদের ছুটি থাকলেও আমাদের অনেক শিক্ষার্থী হলে থাকেন চাকরির প্রস্তুতি নেন। সেক্ষেত্রে হল বন্ধ দেওয়া উচিত নয়। তাই অফিস বন্ধ থাকলেও হল খোলা থাকবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ