ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

রাজনৈতিক দলের অনুপ্রবেশ: ফের উত্তাল বুয়েট

প্রকাশনার সময়: ২৯ মার্চ ২০২৪, ২২:২৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৪, ০৯:৪১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে মধ্যরাতে ছাত্রলীগের রাজনৈতিক নেতাকর্মীদের প্রবেশের ঘটনায় ছয় দফা দাবি পেশ করে অবরোধ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৩টায় বুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

বুয়েট শিক্ষার্থীদের দাবি গত ২৮ মার্চ মধ্যরাতে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন ছাত্রলীগ বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে। যেখানে সাধারণ শিক্ষার্থীদের রাত সাড়ে ১০টার পরে নিরাপত্তাজনিত কারণে প্রবেশ নিষেধ। শিক্ষার্থীদের দাবি রাত ১টার সময় একের পর এক বহিরাগত রাজনৈতিক নেতাকর্মীদের মোটরসাইকেল, প্রাইভেটকার অনায়াসে ক্যাম্পাসে প্রবেশ করতে থাকে। রাত বাড়ার সাথে সাথে ঘটনা তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা দেখতে পায়, মিছিলের মতো করে বিশাল একটি জনবহর হাতে ফুলের তোড়া নিয়ে ক্যাম্পাসে রাত ২টার পর প্রবেশ করতে থাকে।

সাধারণ শিক্ষার্থীদের দাবি, ভেতরে প্রবেশকারী অনেকেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্যে ২০১৯ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদ এর নৃসংশ মৃত্যু হয় ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে। এরপর থেকে বুয়েট প্রশাসন ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। সারাদেশের সব কয়টি বিদ্যাপীঠের মধ্যে বুয়েট রাজনীতিবিহীন ক্যাম্পাসের যাত্রা শুরু করে।

এদিকে, ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পরেও মধ্যরাতে এভাবে বহিরাগতদের সমাগমের কারণে সাধারণ শিক্ষার্থীরা ভীত বলে জানান। এমন ঘটনা প্রসাশনের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে জানিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরেও কিভাবে এত রাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ