ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শর্ত লঙ্ঘন করে চাকরিতে রুয়েট ছাত্রলীগ সভাপতি

প্রকাশনার সময়: ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চাকরির শর্তাবলী লঙ্ঘন করে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেছে রুয়েট ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড়। চাকরিতে যোগদানের তিন মাস পার হয়ে গেলেও তিনি এখনো ছাত্রলীগের পদে আছেন।

ইউজিসি বলছে রাজনৈতিক দলের পদে থেকে চাকরি, রুয়েটের চাকরির শর্তাবলীর সুস্পষ্ট লঙ্ঘন। তবে রুয়েট কর্তৃপক্ষ বলছে, তারা রুয়েট ছাত্রলীগ সভাপতিকে চেনে না। চাকরিপ্রাপ্ত কেউ যদি রাজনৈতিক দলের পদে যুক্ত থাকে তবে সেই ক্ষেত্রে নিয়মতান্ত্রিক ব্যবস্থা নিবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের মাঝামাঝিতে বেশ কিছু পদে নিয়োগ হয়েছে। ওই সময় রুয়েট বিজ্ঞাপিত পদের বিপরীতে অধিক সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান রুয়েট ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড়। তিনি ২০২১ সালের ১ জুন সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে রুয়েট ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড় বলেন, আমার চাকরির বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করেছি। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কেন্দ্রীয় কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিশ্ববিদ্যালয় খুললে এ বিষয়ে জানাবে।

এদিকে রাজনৈতিক দলের পদে থেকেও চাকরির বিষয়টিকে সরাসরি রুয়েটে চাকরির শর্তাবলি লঙ্ঘন বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, সরাসরি রাজনৈতিক দলের পদে থেকে রুয়েটে চাকরি করার সুযোগ নেই। কারণ এটি রুয়েট চাকরির শর্তাবলি ৪৪ ধারার ৫ উপধারার পরিপন্থী।

রুয়েটের চাকরির শর্তাবলী ৪৪ এর ৫ উপধারায় বলা হয়েছে, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর রাজনৈতিক মতামত পোষণের স্বাধীনতা ক্ষুণ্ণ না করিয়া তাঁহার চাকুরীর শর্তাবলী নির্ধারণ করিতে হইবে। তবে তিনি তাঁহার উক্ত মতামত প্রচার করিতে পারিবেন না বা তিনি নিজেকে কোন রাজনৈতিক সংগঠনের সহিত জড়িত করিতে পারিবেন না। এ বিষয়ে রুয়েট রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন বলেন, আমাদের এখানে আবেদনে কেউ কারও রাজনৈতিক পদ-পদবী উল্লেখ করে না। আমাদের এখানে নিয়োগ পেয়েছে অথচ কোনো রাজনৈতিক দলের পদে আছে এটা আমাদের জানা নাই। যদি এমনটা হয়ে থাকে যে কেউ চাকরি করছে একই সঙ্গে রাজনৈতিক দলের পদে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিবো।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ