২৫ শে মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মোমবাতি প্রজ্জ্বলন ও ক্যাম্পাস এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরীর নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশালাকৃতির স্ক্রল পেইন্টিং অঙ্কন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগের (ড্রইং ও পেইন্টিং বিভাগ, প্রিন্ট মেকিং বিভাগ এবং ভাস্কর্য বিভাগ) চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ